প্রতিবন্ধিতা শব্দটির ইংরেজী প্রতিশব্দ Disability। যার আক্ষরিক অর্থ দাঁড়ায় কোনো কাজ সম্পাদনের অপারগ অবস্থা। কিন্তু প্রতিবন্ধিতা একটি জটিল ধারণা।
প্রতিবন্ধিতা শব্দটির ইংরেজী প্রতিশব্দ Disability। যার আক্ষরিক অর্থ দাঁড়ায় কোনো কাজ সম্পাদনের অপারগ অবস্থা। কিন্তু প্রতিবন্ধিতা
একটি জটিল ধারণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে প্রতিবন্ধিতা আমাদের জীবনের
অবিচ্ছেদ্য অংশ এবং প্রতিটি ব্যক্তির জীবনে সাময়িক বা দীর্ঘকালীন প্রতিবন্ধিতার শিকার
হতে হয়। বাংলাদেশের প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন (২০১৩) এর মতে
‘‘প্রতিবন্ধিতা’’ অর্থ যেকোন কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে
কোন ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত,
বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা এবং উক্ত
ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যাহার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে
বাধাপ্রাপ্ত হন। এছাড়াও হোসেন, হায়দার এবং জামান (২০২১) এর মতে, “সামাজিকবা
পরিবেশগত বাধার কারনে শারীরিক, মাসিক অথবা আবেগীয়ভাবে ব্যক্তি স্বাভাবিক কাজ করতে
না পারলে তার অবস্থাকে প্রতিবন্ধিতা বলা হয়।”
Write a public review